সদ্য সমাপ্ত দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৭৯৩টি পূজামন্ডপে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত শিল্পী, পূজারী ও আয়োজকদের বিরুদ্ধে কথিতমতে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার অজুহাতে গত ৫ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টার আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা এবং পরবর্তীতে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি দায়ের ও রাষ্ট্রীয় তদন্ত শুরু হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন।